মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা জেলার বিভিন্ন মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।
শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করা হয়।
পরে মাদরাসায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। জেলা বিএনপি, শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনও পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।
শহর বিএনপির উদ্যোগে চকসূত্রাপুর মাদরাসায় দোয়া শেষে খাদ্য বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পপনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজল ও সদস্য মাফতুন আহমেদ খান রুবেল অংশ নেন।
এ ছাড়া চেলোপাড়া মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সকালে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি ও সাবেক বিএনপি নেতা কাউন্সিলর পরিমল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক নির্মল রায় উপস্থিত ছিলেন।