মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : বগুড়ার শাজাহানপুরে আশা এনজিও কর্মীকে ছুরিকাঘাত করে দস্যুতা মামলার পলাতক আসামি মোমিন হোসেন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফুলদিঘী উত্তরপাড়া এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার মামলা নং-২৪, তারিখ ২৬ জুন ২০২৫, ধারা ৩৯৪ পেনাল কোড অনুসারে বাদী মো. নুরুল ইসলাম (৪৫), সিনিয়র লোন অফিসার, আশা এনজিও বগুড়া-৩ ব্রাঞ্চ, অভিযোগ করেন—
১৬ জুন সকাল ৮টায় কিস্তি আদায়ের জন্য মাঠে যান তিনি। কৈগাড়ী পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার গ্রাহকদের নিকট থেকে ৯৪,৪৬০ টাকা সংগ্রহের পর ফুলদিঘী মধ্যপাড়ায় যাওয়ার পথে আসামিরা তার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে আসামি মো. সাব্বির ধারালো চাকু দিয়ে তার পেটে আঘাত করে ব্যাগসহ টাকা ও কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ জুন ঢাকার বনানী বাসস্ট্যান্ড থেকে মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ৩২,০০০ টাকা, ছিনতাইয়ের টাকায় কেনা ব্যাগ, মোবাইল ফোন, কাপড়সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে অপর দুই আসামি তোফাজ্জল হোসেন ও রফিকুল ইসলামকেও একই দিন গ্রেফতার করা হয়।
ঘটনার দিন থেকে পলাতক থাকা আসামি মোমিন হোসেনকে ১৩ আগস্ট রাত ১১টায় ফুলদিঘী পেপসি কোম্পানির সামনে থেকে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ। তার বিরুদ্ধেও পূর্বে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে শাজাহানপুর থানার মামলা নং-১৬, তারিখ ১৭ জুন ২০১৬, ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৩৪ পেনাল কোড উল্লেখযোগ্য।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply