মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ :
আইন, চাঁদাবাজি, মাদক, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সরকারি কর্মচারীকে কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া একাধিক মামলার আসামি ও বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’ (৪২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং-০১, তারিখ-০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪, অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪ ধারায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ১৩ আগস্ট ২০২৫ রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর থানাধীন মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল মাহমুদের বিরুদ্ধে এর আগে বগুড়ার শাজাহানপুর ও সদর থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, সরকারি কাজে বাধা এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটির চার্জশিট গৃহীত হয়েছে, কয়েকটি বিচারাধীন এবং একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।
তার বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলো হলো—
২০১২ সাল থেকে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা ও মারধরের একাধিক মামলা।
২০১৫ সালে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা।
২০২৩ ও ২০২৪ সালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, দণ্ডবিধি এবং অস্ত্র আইনে মামলা।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করে আসছিলেন শাকিল মাহমুদ। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের অনেকে জানিয়েছেন