বগুড়া শাহজাহানপুরে ভাত রান্না করতে গিয়ে বৈদ্যুতিক শকে শফিকুল ইসলামের মৃত্যু
বগুড়া থেকে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : বগুড়া শাজাহানপুর উপজেলার ফুলদিঘী বিএডিসি সেচ ভবনের স্টাফ কোয়ার্টারে ভিতর। আজ মঙ্গলবার ১২ আগস্ট বিকালে ফুলদিঘী বিএডিসি সেচ ভবনের স্টাফ কোয়ার্টারের ভিতর ভিকটিম মোঃ শফিকুল ইসলাম (৩৮), পেশা ড্রাইভার, পিতা মোঃ শহিদুল্লাহ সরকার সাং ফুলদিঘী বিএডিসি দক্ষিণ ক্যাম্পাস কোয়াটার, শাজাহানপুর, ভাত রান্না রতে গিয়ে বৈদ্যুতিক তার দরজার গ্রিলের সঙ্গে স্পর্শ হয়ে দরজার গ্রিলের সাথে ভিকটিম বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হয়। পরে লোকজন তাৎক্ষণিক ভিকটিমকে উদ্ধার করে বগুড়া ০শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোঃ শফিকুল ইসলাম (৩৮), পেশা ড্রাইভার, পিতা মোঃ শহিদুল্লাহ সরকার সাং ফুলদিঘী বিএডিসি দক্ষিণ ক্যাম্পাস কোয়াটার, শাজাহানপুর, বগুড়া।