শাজাহানপুরে সিএনজি-বাস সংঘর্ষে শেরপুরের দুই যুবক নিহত
মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ : বড়ার শাজাহানপুরে মহাসড়কে সিএনজি অটোরিক্সা ও বাসের সংঘর্ষে শেরপুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিন জন।
শুক্রবার (৯ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের একটি ফিলিং ষ্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) নিহত হন। দুর্ঘটনার পরপরই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তার ভাই আরিফ (২১) কে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনা আহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে আব্দুল আজিজ (৩৮), একই এলাকার আব্দুল বারি ছেলে পলাশ (৩৫) ও মৃত আমজাদ সরকারের ছেলে হায়দর আলী (৫০)।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply