মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ , শাজাহানপুর বগুড়া : অবশেষে চলতি মৌসুমে বর্ষার নতুন পানিতে ছুটে চলা দেশীয় প্রজাতির মা-মাছ ও পোনা মাছ নিধনকারী সর্বনাশা নিষিদ্ধ চায়ন দুয়ারী জাল ও কারেন্ট জাল আটক অভিযান শুরু করেছে শাজাহানপুর উপজেলা প্রশাসন।
রবিবার (১০আগস্ট) সকালে উপজেলার চুপিনগর ইউনিয়নের কচুয়াদহ বাঙালি নদীর রঙ্গিলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৪টি চায়না দুয়ারী জাল আটক করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জানান, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী শাজাহানপুর উপজেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অভিযান পরিচালনা করা হয় এবং তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, “চলতি বর্ষা মৌসুমে উপজেলা ব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য জনগণকে আরো সচেতন হতে হবে।” অভিযানে সহযোগিতা করেন স্থানীয় সচেতন জন সাধারণ ও শাজাহানপুর থানা পুলিশক।