গতকাল ০9/8/2025 খ্রিস্টাব্দ রোজ শনিবার বিকাল ৪ঃ০০ ঘটিকায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে এক আলোচনা সভা আল আমিন কমপ্লেক্সের চতুর্থ তলায় অনুষ্ঠিত। উক্ত সভায় বগুড়া জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সবার বক্তব্যের কেন্দ্রীয় বিন্দু ছিল বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরির জাতীয়করণ ও শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করা। উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিল শেরপুর উপজেলার অধ্যাপক ও কৃষিবিদ মোঃ রাসেল মন্ডল , ধুনট উপজেলা শাখার অধ্যাপক মোঃ আব্দুল কাদের তালুকদার, দুপচাঁচিয়া উপজেলার অধ্যাপক ইসহাক আলী, সদর উপজেলার ডেমোস্ট্রেটর (প্রদর্শক) মোঃ ওহেদুল ইসলাম। উক্ত সভাটি পরিচালনা করেন বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শাহ আলম শাহীন। সভায় আগামী শনিবার পুনরায় বিকেল তিনটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছিলেন তাদেরকে উপজেলার একটি করে তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply