বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি
বগুড়া থেকে রিয়াজুল ইসলাম riyaj: বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের বগুড়া – নাটোর মহা সড়কের কৃষি কলেজ এলাকার প্রাণ ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (৮আগস্ট)রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে ডাকাতির ঘটনা।
ফার্মের প্রহরী মোয়াজ্জেম হোসেন জানান, রাত সাড়ে আটটার থেকে নয় টায় একজন লোক কোম্পানির পোষাকে মেইন গেট খুলে বাহিরে চলে যায়। এ সময় তিনি দরজা বন্ধ করতে গেলে দ্রুত ১০থেকে ১২জন লোক তাকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর তারা পিস্তল তাক করে তার হাত পা বেঁধে পাশের টিনশেড ঘরের ভিতরে রাখে।
এরপরে একে একে কোম্পানির বিভিন্ন দায়িত্বে থাকা ২৭জন কর্মচারী কে হাত-পা বেঁধে আলাদা আলাদা তিনটি ঘরে রাখে।
এ ব্যাপারে ফার্মের ডিজিএম শরিফুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র সহ কোম্পানির প্রবেশ করে দায়িত্বে থাকা ২৭জন লোকের হাত-পা বেঁধে রেখে ৬টি ষাঁড় গরু ও দুইটি বকনা গরু ডাকাতি করে নিয়ে যায়।
ডিজিএম শরিফুল ইসলাম জানান, ডাকাতদল মোট ৮টি ফিজিসিয়ান জাতের গরু ডাকাতি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫লক্ষ টাকা। ডাকাতি কাজের কোম্পানির সবার নিকট থেকে মোবাইল ফোন নিয়ে নেয়। সকালে সেগুলো কোম্পানির একটি পানি ভর্তি গর্তে ডুবানো অবস্থায় পাওয়া যায়।
ডাকাতির ঘটনায় শাজাহানপুর থানা, জেলা ডিবি পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে কাজ করতে দেখা যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, জড়িতদের সনাক্ত করে গ্রেফতার ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।